নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে সওজের ৫০ কোটি টাকার জমি দখলের পাঁয়তারা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৭, ১৯ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে সওজের ৫০ কোটি টাকার জমি দখলের পাঁয়তারা

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের (সওজ) প্রায় ৫০ কোটি টাকার সরকারি সম্পত্তি প্রতারনা  ও জালিয়াতির মাধ্যমে দখলের পাঁয়তার চালানোর অভিযোগ পাওয়া গেছে।

সওজের ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় হঠাৎ গজিয়ে উঠা লাব্বাইক বাস-ট্রাক মালিক সমিতির ব্যানারে সরকারি এ জমি দখলের চেষ্টা চলেছে। 

স্থানীয় সূত্র জানিয়েছে মুলত সরকারি ৫০ কোটি টাকার জমি দখল করার জন্যই মুলত রাতারাতি গজিয়ে উঠে লাব্বাইক বাস-ট্রাক মালিক সমিতির নামের সংগঠন। কয়েক সপ্তাহ আগেও এই নামের কোন ব্যানার ছিল না। এছাড়া এদের নেই কোন অফিসে নেই কোন নিবন্ধন ।

একসময় অবৈধ ভাবে মহাসড়কের দ্ইু পাশ দখল করে রাতের বেলা কয়েকটা বাস রাখা হতো। মহাসড়কের পাশে সওজের পুকুরে ধৌত করা হতো বাস । এখন মালিক সমিতির ব্যানারে  দখলের চেষ্টা করছে সওজের ৫০ কোটি টাকার জমি । 

এদিকে এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দুই পাশ মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ। 

নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুল রহিম স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাইবোর্ড এবং কাচপুর এলাকায় দুইপাশ দখলদারমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হবে। 

নারায়ণগঞ্জ সওজের দায়ের করা নথিপত্রে দেখা গেছে, সাইনবোর্ড ট্রাক মালিক কল্যাণ সমিতির সভাপতি পরিচয় দিয়ে জনৈক এম এ হাছান সাইনবোর্ড এলাকায় ১ একর (একশ কাঠা)সরকারি জমি (যার বাজার মুল্য প্রায় ৫০ কোটি টাকা) ব্যবহারের জন্য সওজে নিকট লিখিত আবেদন করেন।

এম এ হাছান মুলত সরকারি জমি ভোগের নামে দখলের উদ্দেশ্যে এমন কাজ করেছে বলে স্থানীয় সূত্র জানায়। 

কারন হিসেবে তারা বলছেন, এম এ হাছান নিজেকে লাব্বাইক ট্রাক মালিক কল্যাণ সমিতির সভাপতি পরিচয় দিলেও তিনি মুলত বসবাস করে ঢাকার মালিবাগ বাজার রামপুরা। এছাড়া এসব এসব যানবাহন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের  রুট পারমিট ছাড়াই চলে ।

নারায়গঞ্জে এদের নেই কোন টার্মিনাল । রাতের বেলায় মহাসড়ক দখল করে এরা তাদের যানবাহন রাখে।

এসব যানবাহন অবৈধভাবে রাখার কারনে রাতে মহাসড়কে দেখা দেয় যানজট এছাড়া অহরহ ঘটে ছিনতাইয়ের ঘটনা। নিজেদের আস্তানা পাকাপোক্ত করতে এখন নজর দিয়েছে সরকারি সম্পত্তির দিকে।  এদিকে অভিযোগ উঠেছে সওজের একটি চক্র এদের ইন্ধন দিচ্ছে।

মিলে মিশে সুবিধা নেয়ার জন্য মুলত হাছান ও তার সহযোগীর নিজেদের স্বার্থে সওজের ঐ অসাধু চক্রকে ব্যবহার করছে। 
 

সম্পর্কিত বিষয়: