সিদ্ধিরগঞ্জে গভীর রাতে একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারী) রাত আনুমানিক সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এতে একটি স্বর্ণের দোকান, কম্পিউটারের দোকান, পার্টসের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মালিক পক্ষের দাবী, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।
স্থানীয়রা জানান, আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আদমজী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো: আশিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ১০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি। ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।


































