উৎসব মুখর পরিবেশে বন্দরে নবনির্মিত তিন গুম্বুজ জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বন্দর থানার দড়ি সোনাকান্দাস্থ উল্লেখিত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে শত শত মুসল্লীগন মিলাদ ও দোয়ায় অংশ নেয়।
মিলাদ ও দোয়া পূর্বে দড়ি সোনাকান্দা পঞ্চায়েত ও তিন গুম্বুজ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নূর হোসেন স্থানীয় মুসল্লীদের উদ্দেশ্য বলেন, মসজিদ নির্মানের জন্য যারা দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাদের দানের কারনে এ এলাকায় একটি দৃষ্টি নন্দিত মসজিদ নির্মান করার সম্ভব হয়েছে। আপনারা যে নিয়তে এ মসজিদ নির্মান কাজে দান করেছেন মহান আল্লাহ তাদের দানগুলো কবুল করে নিন। সে সাথে তাদের মনের আশাগুলো পুরন করে দিন। মসজিদের অবশিষ্ট কাজগুলো সম্পর্ন করার জন্য এলাকাবাসীসহ দেশ ও প্রবাসে সকলের সহযোগিতা কামনা করছি।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দড়ি সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আঃ মালেক, শাহজাহান, মঞ্জুরুল হোসেন মঞ্জু , জিল্লুর রহমান, নুর ইসলাম , ডাক্তার শফিউল্লাহ ,আবুল হোসেন, মাহবুবুর রহমান, টুটুল আহমেদ, আলমগীর হোসেন, মফিজুল ইসলাম, দিনামিয়া, শফিকুল আলম হীরা, নিপু আহমেদ,স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উল্লেখিত মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে মিষ্টি বিরতন করা হয়।


































