নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ের সেই ডন বজলু তিন সহযোগিসহ গ্রেপ্তার, বিদেশী পিস্তুল ও ‍গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩৮, ২৪ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ের সেই ডন বজলু তিন সহযোগিসহ গ্রেপ্তার, বিদেশী পিস্তুল ও ‍গুলি উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় তাদের বহনকারী প্রাইভেট কারের ভেতর থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত বজলুর রহমান সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। অন্য গ্রেফতারকৃতরা হলেন- কাঁচপুরের নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল, মৃত সাদেক আলীর ছেলে সাইফুল ও মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার।

এর আগে, গত ২১ জানুয়ারি রাতে অস্ত্র নিয়ে তাদের আলাপচারিতার ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা বজলুর রহমান তার কর্মী-সমর্থকদের নিয়ে গজারিয়ার মিয়ামি নামের একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এ সময় তার সাথে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়।

একই ভিডিওতে ডন বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায়- নির্বাচনের জন্য আমাদের আরো দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনের পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে তাকে গ্রেফতার করে।

সম্পর্কিত বিষয়: