নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে বেওয়ারিশ লাশ দাফন করল শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২৫, ১৮ নভেম্বর ২০২১

রূপগঞ্জে বেওয়ারিশ লাশ দাফন করল শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন

রূপগঞ্জে বেওয়ারিশ লাশ দাফন করেছে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার (১৬নভেম্বর) ভোরে অজ্ঞাত যানবাহনের চাপায় অজ্ঞাত (৫৫) নামে এই ব্যক্তি নিহত হয়েছে। 


ভূলতা হাইওয়ে ক্যাম্পের এস আই রাশেদ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের পর শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কাছে বুজিয়ে দেয়, দাফন করার জন্য। 


মঙ্গলবার রাত ৮টার দিকে বেওয়ারিশ হিসেবে লাশটি শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন গোলাকান্দাইল কবরস্থানে দাফন করেন। এ সময় উপস্থিত ছিলেন, শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক বিপ্লব হাসান, শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ইসরাফিল হোসেন মেম্বার, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব শামসুদ্দিন মীর,মিলন ভূইয়া, আলী আজগর মুন্সি, মো. বাচ্চু মিয়া, ভূলতা হাইওয়ে পুলিশের ক্যাম্পের কনস্টেবল আবুল বাসার, সোহাগ,নাসির উদ্দিনসহ আরো অনেকে। 


শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক বিপ্লব হাসান বলেন, আমাদের  প্রতিষ্ঠানটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। কোনো লাশের সংবাদ আমাদের কাছে এলে আমরা পুলিশকে অবহিত করি। আইনি প্রক্রিয়া সম্পাদন শেষে যথাযথ সম্মানের সাথে সেই লাশ দাফনের ব্যবস্থা করি। 
 

সম্পর্কিত বিষয়: