নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

পিতাকে বাঁচাতে পুত্রের আবেদন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

পিতাকে বাঁচাতে পুত্রের আবেদন

ক্যান্সার আক্রান্ত পিতাকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন ছেলে আকাশ।

তিনি জানান, আমার বাবার নাম মোঃ কবির হোসেন (৫৫) ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯/১০ বছর ধরে  সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরী করতেন। তিনি হঠাৎ গত বছরের অক্টোবর থেকে ক্রমাগত অসুস্থ হতে থাকে।  বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাই এবং ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ৩ নভেম্বর ফুসফুসে টিউমার ধরা পড়ে যা ক্যান্সারে রূপ নিয়েছে। এবং ক্যান্সার উনার শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পরে। বাবাকে সুস্থ করতে কেমোথেরাপি এবং রেডিও থেরাপি দিতে হবে। এই পর্যন্ত প্রায় ৫ লাখ টাকার উপরে খরচ হয়েছে। এখন বাবার চিকিৎসা করার মতো আমাদের কাছে কোনো টাকা নেই। আর টাকা না থাকায় বাবার চিকিৎসা সম্পুর্ণ বন্ধ রয়েছে। আর বাবার অসুস্থ থাকায় কোনো কাজ করতে না পাড়ায় আমাদের চলতেও খুব কষ্ট হচ্ছে.  আমি পড়াশোনা বন্ধ করে দেই এবং ছোট একটা কাজ করছি আর আমি সেলারি যা পাই তা দিয়ে কোনরকমে ঔষধ কিনি আর আমরা খেয়ে না খেয়ে থাকি এবং বর্তমানে আমার বাবার চিকিৎসা টাকার অভাবে বন্ধ হয়ে গেছে।

বিকাশ 01773778272 (পারসোনাল)। 

Kaycher Habib

A/C No :- 0190309811811

আই,এফ আই,সি ব্যাংক

মহাখালী ব্রাঞ্চ,ঢাকা।

সম্পর্কিত বিষয়: