নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে

শনিবার জেলা ও মহানগর জাসাসের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩১, ১৮ জুলাই ২০২৫

শনিবার জেলা ও মহানগর জাসাসের মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য-কটূক্তির প্রতিবাদে জাসাস ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর এর উদ্যোগে শনিবার (১৯ জুলাই) ভিন্ন ভিন্ন স্থানে ও সময়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সকাল ১০ টায় লিংক রোডস্থ নতুন  কোর্ট এলাকায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের রাস্তায় নারায়ণগঞ্জ জেলা জাসাস এবং অপরদিকে সকাল সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু সড়কস্থ চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস কøাবের সামনের রাস্তায় নারায়ণগঞ্জ মহানগর জাসাস মানববন্ধন কর্মসূচি পালন করবে।

জেলা ও মহানগর জাসাস আয়োজিত কর্মসূচি দু’টিতে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্ববায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।