নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫

মহানগরীর ৭০টি পূজা মন্ডপে মহানগর বিএনপির আর্থিক অনুদান প্রদান 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মহানগরীর ৭০টি পূজা মন্ডপে মহানগর বিএনপির আর্থিক অনুদান প্রদান 

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক থেকে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ৭০টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। 

শনিবার ( ২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে স্ব স্ব পূজা মন্ডপের কমিটির হাতে এই আর্থিক অনুদান তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দরা। 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি প্রবীর কুমার সাহা, বিএনপি নেতা শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংঙ্কর কুমার দে, সাধারণ শিখন সরকার শিপন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর মহিলদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।