
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম যার যার, উৎসব যার যার কিন্তু দেশ আমাদের সকলের।
আমরা সবাই মিলে যার যার ধর্ম পালন করব। কিন্তু আমাদের এই কথা মনে রাখতে হবে আমরা সবাই একটা দেশের লোক। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। প্রতিদিনই আমাদের সাথে একে অপরের দেখা হয়।
সুতরাং আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোন ভেদাভেদ নেই। বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলবে বিএনপি। বাংলাদেশ হবে সম্প্রীতি ও সাম্যের।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সমাজের যখন অনিয়ম দুর্নীতি, খারাপ কাজকে দূর করার জন্য শারদীয় দুর্গাপূজা আমাদের এই বার্তা নিয়ে এসে দাঁড়িয়েছে আপনাদের পাশে। ঈশ্বরের সম্মান দেখিয়ে আপনারা এই শারদীয় দুর্গোৎসব পালন করবেন আপনারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছে। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা পালন করবেন। আপনাদের কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
বিকেল তিনটায় ২নং ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন শুরু করে শ্রীশ্রী হরিসভা মন্দির, শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দূর্গা মন্দির, গোডনাইল হাজারীবাগ দুর্গা মন্দির দক্ষিণ, গোদনাইল হাজারীবাগ উত্তর জেলেপাড়া সার্বজনীন দূর্গা মন্দির শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি মিজমিজি চৌধুরীপাড়া পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
পরিদর্শনের সময়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা ও থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।