
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার কি কি কার্যক্রমগুলো রয়েছে সেগুলো মহানগর যুবদলের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে তা উপস্থাপন করবেন।
আমাদেরকে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে একটি দফার রয়েছে যুবকদের জন্য। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ১৮ মাসের মধ্যে ১ কোটি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল এগারোটায় শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়মের সমাধি মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে যুব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, ৩১ দফায় নারীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ফ্যামিলি কার্ডেরও ব্যবস্থা করা হবে । প্রথমে ৫০ লক্ষ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। আমাদের যারা মা বোনেরা আছেন ফ্যামিলি প্রধান তারাই এই ফ্যামিলি কার্ডটা পাবেন। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা রয়েছে সেইগুলো মানুষের দ্বার প্রান্তে যুবদলের নেতাকর্মীদেরকে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে ১৯ দফার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিবেন এবং তারেক রহমান দীর্ঘদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূঁইয়া সাগর, পারভেজ খান, মো. আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মো. মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল, আলী ইমরান শামীম, মো. তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, মো. শাহিন শরিফ, মাগফুর ইসলাম পাপন, জুবায়ের আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাঈদ হাসান রিপন, আরিফ খান, কাউছার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, আলী আহসান সৌরভ, মো. বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, জাহিদুল ইসলাম শুভ, মাহফুজুর রহমান ফয়সাল।