বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দিতে আলীরটেক ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব।
শনিবার (৮ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আলীরটেক ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা, দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগকালে মাশুকুল ইসলাম রাজিব বলেন, “একটি গোষ্ঠী সবসময়ই ভোট নিয়ে ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ও দেশের জনগণ সম্পূর্ণ প্রস্তুত। দীর্ঘ ১৬ বছর জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ সেই অধিকার ফিরিয়ে নিতে রাজপথে দাঁতভাঙ্গা জবাব দেবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের উপর আস্থা রাখে। বিএনপি কোনো বিদেশি এজেন্ডায় বিশ্বাসী নয়, আমরা কাজ করি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ভিত্তি করে। জাতীয়তাবাদী দল জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই রাজনীতি করে।”
রাজিব বলেন, “জননেতা তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা উপস্থাপন করেছেন, তা শুধুমাত্র বিএনপির নয়, বরং এটি বাংলাদেশের প্রতিটি মানুষের দফা।
কৃষক, শ্রমিক, নারী, ছাত্র, চিকিৎসকসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সাথে আলোচনা করেই এই দফাগুলো তৈরি করা হয়েছে। আমাদের লক্ষ্য দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে ও ভোট দিতে পারে এটাই বিএনপির মূল চাওয়া। সেই লক্ষ্যেই আমরা ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে তারেক রহমানের বার্তা আলীরটেক ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।”
লিফলেট ও গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জুলহাস সরকার, সহ-সভাপতি জামাল সরদার, যুগ্ম সম্পাদক শাহীন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, যুবদল নেতা নাজমুল হাসান, জাহিদুল হাসান, মেহেদী হাসান শ্যামল,আরিফ হোসেন, আলীরটেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফ সরকার, আলীরটেক ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক মাসুদ রানাসহ জেলা বিএনপি এবং আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


































