বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো’র সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি ডেঙ্গু জ¦রে আক্রান্ত।
গত রোববার (৩০ নভেম্বর) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সোমবার (১ ডিসেম্বর) চিকিৎসকের পরামর্শে তার রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ হয়। তিনি এখন চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন আছেন। আনিসুল ইসলাম সানি তার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া ও সুস্থতা কামনা করেছেন।
এদিকে (১ ডিসেম্বর) সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে তার বাস ভবনে দেখতে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু এসময় তার সাথে আরো ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক হীরা সরদার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ দুলাল, বিএনপি নেতা মনির হোসেন ও মোঃ মাসুদ প্রমূখ।


































