নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬

শামীম ওসমানকে জেলা বিএনপির সভাপতি করার দাবি বিপ্লবের 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৫৭, ২ জানুয়ারি ২০২৬

শামীম ওসমানকে জেলা বিএনপির সভাপতি করার দাবি বিপ্লবের 

বিদেশে পলাতক ‘গডফাদার’ খ্যাত শামীম ওসমানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চেয়েছেন ফতুল্লা থানা  থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব।

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনিরুল আলম সেন্টু ও সাংগঠনিক সম্পাদক  রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সংবাদ প্রকাশের পর একাধিক অনলাইন নিউজ পোর্টালের কমেন্ট সেকশনে তিনি এ দাবি জানান। তাঁর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিষয়টিকে দলীয় আদর্শ ও রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন। অনেকেই বলেন, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও বিতর্কিত হিসেবে পরিচিত একজন ব্যক্তিকে বিএনপির জেলা সভাপতি করার দাবি দলকে প্রশ্নবিদ্ধ করার শামিল।

এ বিষয়ে দলের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন মন্তব্য দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক বাস্তবতার পরিপন্থী। বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তার এমন মন্তব্যে দলের অনেকেই তার বহিষ্কার দাবী করেছেন।