নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৮, ২১ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় নারায়ণগঞ্জে ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। 

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মোহাম্মাদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের মো. আতাউর রহমান খান আঙুর, নারায়ণগঞ্জ-৩ আসনের অধ্যাপক মো. রেজাউল করিম। 

গত বুধবার মনোনয়নপত্রের শেষদিনেও তারা প্রার্থিতা প্রত্যাহার করেননি। এর আগে ৩০ ডিসেম্বর গিয়াস উদ্দিন ও শাহ আলমকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

এদিকে বিদ্রোহী প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মোহাম্মাদ দুলাল হোসেন জাহাজ, মো. আতাউর রহমান খান আঙুর কলস ও অধ্যাপক মো. রেজাউল করিম ঘোড়া প্রতিক নিয়ে নিজেদের স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। 

অপরদিকে বিদ্রোহী প্রার্থীদের কারণে দলে বিভক্তি ও সাধারণ ভোটররাও পড়েছেন বিপাকে। 

সম্পর্কিত বিষয়: