বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে "চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব-১৩ ফুটবল টূর্ণামেন্ট" শুরু হয়েছে।
জেলা শিশু কিশোর ঐক্যজোটের আয়োজনে ও মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায় সোমবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের ইসদাইর এলাকায় পৌর ওসমানি স্টেডিয়ামে টূর্নামেন্টের উদ্বোধন করেন বিশিস্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সম্রাট হোসেন এমিলি, শদীদ হোসেন স্বপন, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাকারিয়া জাকু ও বিশিষ্ট ফুটবল কোচ খলিলুর রহমান দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সংগঠক ফারহানা মানিক মুনা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনি খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী ৬-০ গোলের ব্যবধানে কাশীপুর ফুটবল একাডেমীকে হারিয়ে জয় লাভ করে।
লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টূর্ণামেন্টে জেলার ১৬ টি দল অংশগ্রহণ করবে। প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে। আগামি ১৭ ও ১৮ নভেম্বর দুইটি সেমি ফাইনাল খেলা শেষে ফাইনাল খেলার তারিখ নির্ধারণ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টূর্ণামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: মাসুদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের খেলাধূলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। সুস্থ ধারার খেলাধূলার পরিবেশ সৃষ্টি করতে এবং যে কোন ধরণের সহযোগিতায় মডেল গ্রুপ সব সময় পাশে থাকবে।


































