নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫

গোগনগর ও সৈয়দপুরে মাদকসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:০৮, ২০ নভেম্বর ২০২২

গোগনগর ও সৈয়দপুরে মাদকসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম গোগনগর এলাকা এবং সৈয়দপুর এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো জেলার সদর থানার সৈয়দপুর ফকির বাড়ি এলাকার মো. সুরুজ মিয়া ফকিরের ছেলে মো. আঃ কাদের (২৬), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে আব্দুল মান্নান (২৬) ও গোগনগর বাড়ির টেক এলাকার ফিরোজ মিয়ার ছেলে মো. মিশুক (৩১)।

 

শনিবার (১৯ নভেম্বর) পশ্চিম গোগনগর এলাকা এবং সৈয়দপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব। 


র‌্যাব জানায়, পশ্চিম গোগনগর এলাকা থেকে ২৪ বোতল ফেন্সিডিলসহ মো. আঃ কাদের ও মো. মিশুককে গ্রেপ্তার করা হয় এবং সৈয়দপুর এলাকা থেকে আব্দুল মান্নানকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।