নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু সড়কে হকার বসতে দিব না : মেয়র আইভী 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪

বঙ্গবন্ধু সড়কে হকার বসতে দিব না : মেয়র আইভী 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গোল টেবিলের বৈঠকের পরে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেই সিদ্ধান্ত না আলোতে কিন্তু কাজ করা হচ্ছে। ও হকার সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমরা আজকে বৈঠক ছিল। 

নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার ইস্যু নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা গুলো বলেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মেয়র বলেন, আমি ও আমাদের এমপি মহোদয় একমত। আমরা আমাদের ভোটারদেরকে অগ্রাধিকার দেয়ার চেষ্টা করবো যাতে করে তারা শহরের ফুটপাতে হাঁটা চলা করতে পারে । এটা সাধারণ মানুষের অধিকার তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দিব। 

তিনি বলেন, গতকাল ছিল ২১ ফেব্রুয়ারি আজকে ২২ ফেব্রুয়ারি তারা কিভাবে কোন শহীদ মিনারে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া শহরের মধ্যে হকার নামধারী কিছু খুনি, বাজে ও অবৈধ লোক এভাবে তারা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে হুংকার দিয়ে তারা কথা বলে  এতো বড় সাহস তাঁরা কোই থেকে পায়। 

তিনি আরও বলেন, মানবতার কথা যদি বলেন আমি একসাথে ৬০০ থেকে সাড়ে আটশ হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি। আমি এমপি মহোদরকে অনুরোধ করবো সেলিস্টটা চেক করার জন্য। এই দোকানগুলো বিক্রি করে ফুটপাতে চলে এসেছে তাদের বিরুদ্ধে যেনো প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেন।

এর পরবর্তীতে যারা আছে নারায়ণগঞ্জে হকারী করে নিম্ন আয়ের মানুষ যেহেতু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজেই নিম্ন আয়ের মানুষের প্রতি সহনশীল। আমরা এমপি মহোদয় ও জেলা প্রশাসন মিলে আমরা তাদের কি করা যায় তা চিন্তা করবো। কিন্তু কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু সড়কে হকার বসতে দিব না।

বঙ্গবন্ধু দখল ও যানজট করে চুরি, ছিনতাই ডাকাতি করে সরকারের বদনাম করা এবং নারায়ণগঞ্জকে জিম্মি করে যানজট করা আমরা এটা কেউ বরদাস্ত করবো না। 

তিনি আরও বলেন, বিকেএমইএ রোজার সময়ে একটা সাপোর্ট দিয়ে থাকে। এখানকার পুলিশ ও কমিউনিটি পুলিশকে। আমি আশা করি এবারও তারা সেই সাপোর্টটা দিবেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা গত রোজায় যানজটমুক্ত শহরে পেয়েছিলাম। আমরা আশা করি এবছরও সেটা পাবো। আর আমরা একসাথে মিলেই সেই কাজ করবো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এমপি মহোদয় ও জেলা প্রশাসন আমাদের সবার একটি কাজ মানুষকে সেবা দেওয়া আর আমরা সে কি করব। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, একেএম মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি প্রমুখ।