নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহাবুব’র পাশে না’গঞ্জের ডিসি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৩, ১৭ মার্চ ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহাবুব’র পাশে না’গঞ্জের ডিসি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহাবুব আলমের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

রবিবার (১৬ মার্চ) জেলা প্রশাসক কার্যলয়ে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ওই সহায়তা প্রদান করেন। এ সময় তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও প্রদান করা হয়েছে।

প্রদত্ত সহায়তা মাহাবুব আলমকে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে এবং সমাজে মানবিকতা ও দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করবে।