
জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা মামলায় পলাতক শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (৩০ এপ্রিল) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম ট্রাইব্যুনালকে জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে, তাতে এই আটজনের সম্পৃক্ততা রয়েছে। যদিও আটজনের নাম জানায়নি প্রসিকিউটররা। তবে এই আটজনের মধ্যে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নাম রয়েছে বলে জানা গেছে।
আরও জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের সাথে সাথে দেশ ছেড়ে স্বপরিবারে পালিয়ে যান শামীম ওসমান। বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে শামীম ওসমান, তার ছেলে অয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও যাত্রাবাড়ি থানায় অর্ধ শতাধিক মামলা হয়েছে।