
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরনে নারায়ণগঞ্জে এতিম অসহায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা শহরের চাষাঢ়া শহীদ মিনার ও রেলস্টেশন এলাকায় এ খাবার বিতরণ কার হয়।
এ সময় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন এতিম অসহায় পথ শিশুদের খাওয়ালে আল্লাহ খুশি হয়। আল্লাহকে পাওয়ার উত্তম মাধ্যেম হলো মানুষের কল্যানে কাজ করা।
চব্বিশের আন্দোলনে রক্ত দিয়ে যারা দেশটাকে জালিমদের থেকে পূর্নউদ্ধার করে দিয়েছেন আমার তাদের বিনয়ের সাথে স্মরন করছি। আল্লাহ তাদের শহীদি মর্যাদা দান করুন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মো হাবিবুর রহমান, জামায়াতে নেতা কামরুল ইসলাম সহ স্থানীয় শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।