নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

প্রত্যেক নাগরিকের উচিৎ একটি হলেও গাছ রোপণ করা :  মাও. জব্বার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৭, ৭ জুলাই ২০২৫

প্রত্যেক নাগরিকের উচিৎ একটি হলেও গাছ রোপণ করা :  মাও. জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

সোমবার (৭ জুলাই) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের জামতলা আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ অভিযান চলমান কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

"একটি হলেও বৃক্ষরোগণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" এই শ্লোগানকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী  মাওলানা আবদুল জব্বার বলেন "আমরা যে হারে গাছ কেটে ফেলি সেই অনুপাতে গাছ রোপন করিনাৃ।

এতে করে আমাদের সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি। তাই আমাদের মা, বোন সবাইকে অনুরোধ জানাবো প্রত্যেকের আঙ্গিনায় একটি করে বৃক্ষ রোপন করতে। তিনি আরো বলেন গাছ রোপণ করলে শুধু উপকার ই হয়না আল্লাহ তায়ালা সদকায়ে জারিয়ায়ার  সওয়ার ও পাওয়া যায়।

উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি ও সমাজ কল্যান বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, থানা আমীর মাহাবুবুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য শেখ ফরিদ প্রমূখ।