নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৪ জুলাই ২০২৫

মিডফোর্ডের হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজের বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৩, ১৩ জুলাই ২০২৫

মিডফোর্ডের হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজের বিক্ষোভ সমাবেশ

পুরান ঢাকার ভাঙারী ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবশে অনুষ্ঠিত হয়।

কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূরের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অপুর্ব রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শাখার সদস্য শেখ সাদী, মিম। আরো বক্তব্য রাখেন কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অনামিকা চৌধুরী।

সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ শাখার সদস্য আহাদ, হেমা, তাহমিদ, সানজিদা। কদম রসুল কলেজ শাখার সদস্য আরিফ। ফতুল্লা থানার সংগঠক জাওয়াদ আলম চৌধুরী।

বক্তব্যে কলেজ শাখার সদস্য শেখ সাদী বলেন, আন্দোলনের পরবর্তীতে দেশের এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য না। আমরা সরাষ্ট্র উপদেষ্টাকে বলছি দ্রুততার সাথে এই হত্যাকান্ডের বিচার করুন। এই বিচারহীনতা আর মানা যায় না।

সভাপতির বক্তব্যে মৌমিতা নূর বলেন, ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে তা বাংলাদেশের জন্য ভয়ংকর নজির। তবে এই নজির এই প্রথম নয়। এর আগেও বিশ্বজিৎ,আবরার ফাহাদ,ত্বকি,তোফাজ্জল সর্বশেষ সোহাগকে এই দেশে অকাতরে প্রাণ দিতে হয়েছে। এতো সাহস এখনো মানুষের মধ্যে জন্মায় তার কারণ বিচারহীনতার সংস্কৃতি। 

এই সংস্কৃতি না রুখতে পারলে এমন হত্যা চলতেই থাকবে। আমরা বারবার প্রসাশনকে যথাযথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎপর হতে বলছি। হত্যাকারী যে দল,মতের হোক বিচার হওয়া বাঞ্চনীয়। তবে এই যে সিমেন্টের ব্লক দিয়ে থেতলে ফেলার মতো এত বিকৃত চিন্তা মানুষ পায় কিভাবে? 

এর পেছনে রয়েছে ক্ষমতা ও শিক্ষাব্যবস্থার হাত। ক্ষমতার ব্যবহার হয় ভুল জায়গায়। এবং শিক্ষাব্যবস্থা মানুষের নীতি নৈতিকতা গঠনে সহায়ক নয়। ফলে শিক্ষাব্যবস্থার উন্নতি হওয়াও ভীষণ জরুরী।
 

সম্পর্কিত বিষয়: