
দীর্ঘ ২২ বছর পর গঠিত হলো নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার ও স্কোরার কমিটি। এনামুল হক খোকাকে সভাপতি এবং মাকসুদ উল আলমকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা তপু, কোষাধ্যক্ষ ওমর ফারুক সোহাগ, দপ্তর সম্পাদক কাজী সাফফাত হোসেন শাওন, এবং সদস্য হিসেবে রয়েছেন অশোক কুমার দাস, জিয়াউল হক জিয়া ও মো. আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, নবগঠিত কমিটির প্রথম সভা আগামী ২৮ সেপ্টেম্বর বিকেলে ৪টায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।