নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ সেপ্টেম্বর ২০২৫

“আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

“আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত

আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হলো ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আইইটি) সরকারি হাইস্কুল দাবা টুর্ণামেন্ট ২০২৫।

লজিক অব বাংলাদেশ’র আয়োজনে রোববার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় এই টুর্ণামেন্ট। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় "সুইস সিস্টেম ফরম্যাটে", মোট ৫ রাউন্ডে।

অনুষ্ঠানের "প্রধান অতিথি" হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রভাতি এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক দিলারা পারভীন, এবং বিদ্যুৎ বরুণ সাহা। তারা সবাই শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিনা আক্তার বলেন, “দাবা শুধুমাত্র একটি খেলা নয়, এটি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রতিযোগিতা শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও ক্রেস্ট। টুর্নামেন্টে মোট পাঁচ খেলায় চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশফাক শাফিন আহানাফ , প্রথম রানার আপ : আশরাফুল ইসলাম এবং দ্বিতীয় রানার আপ : মোঃ রোহান
আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করবে।

সবশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।