নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ অক্টোবর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে জরুরি উদ্যোগ নিতে হবে : তরিকুল সুজন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৮, ৬ অক্টোবর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে জরুরি উদ্যোগ নিতে হবে : তরিকুল সুজন 

আজ ৬ অক্টোবর (রবিবার), ১১ টায় সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডে ডনচেম্বার প্রভাতী সংসদ এর ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জনসচেতনতা এবং ডেঙ্গুর লার্ভা ধ্বংসে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম কোনভাবেই সন্তোষজনক নয়। সিটি কর্পোরেশনের ব্যর্থতায় আজ নারায়ণগঞ্জের ঘরে ঘরে ডেঙ্গু।

সিটি কর্পোরেশন যদি সঠিক সময়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতো তবে নগরবাসী ডেঙ্গুর মহামারী থেকে রক্ষা পেতো। কেবল হট স্পট নির্ধারণ করলে হবে না, নিতে হবে ক্র্যাশ কর্মসূচি। ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে নিয়মিত রাসায়নিক কীটনাশক ছিটাতে হবে।

একাধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাইরে নারায়ণগঞ্জের নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। নাগরিকরাই নগরের সবচেয়ে বড় কর্তৃপক্ষ। নাগরিকরা যদি সচেতন না হয়, দায়িত্বশীল না হয়, বাড়ির আঙ্গিনাসহ আনাচে কানাচে পরিস্কার পরিচ্ছন্ন না রাখে তবে কোন ভাবে ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসী রক্ষা পাবে না।

তিনি আরো বলেন, এখনো সময় শেষ হয়ে নি। সিটি কর্পোরেশন যথাযথ পদক্ষেপ নিলে এখনো ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। দরকার সবগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক চেষ্টা এবং কার্যকর উদ্যোগ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন  ও জেলা স্বাস্থ্য বিভাগকে অবশ্যই সমন্বিতভাবে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠনকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এখনই যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না যায় তবে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

জনসচেতনতা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম, সমাজ সেবক শাহীন আউয়াল, সমাজ সেবক তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রভাতী সংসদের সংগঠকের কবির হোসেন, সেলিম আহমেদ, আরিফুল হাসান, সাওম সাফাতুল, সাকিব হাসান প্রমুখ।

সম্পর্কিত বিষয়: