
ফতুল্লার উত্তর শিয়াচরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া দু পা বিচ্ছিন্ন লাশটি নয়ন (৪৯) এর। সে কুতুবপুরের পিলকুনি এলাকার আব্দুস সালামের ছেলে।
এরআগে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনে পরিত্যাক্ত ঝোপের ভিতরে একটি ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাওয়া মার্কেটের পেছনের এক পরিত্যক্ত স্থানে স্থানীয়রা একটি ড্রামের ভিতরে মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, আশেপাশের এলাকাবাসী গন্ধ পাওয়ার পর পুলিশকে অবহিত করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায় যে নয়নের দুই স্ত্রী। তার দ্বিতীয় স্ত্রীর পরক্রীয়ার কারণে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নয়নকে হত্যা করে লাশ গুম করে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার কর্মকর্তা উপ পরিদর্শক রেহানুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ড্রামের ভিতরে থাকা দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি। অন্য কোথাও হত্যা করে নিহতের মৃত দেহটি ড্রামের ভিতরে করে এখানে ফেলে রেখে গেছে। “আমরা ঘটনাস্থল থেকে কিছু প্রাথমিক আলামত সংগ্রহ করেছি। তদন্ত চলছে এবং শীঘ্রই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কিত তথ্য জানানো হবে।”