নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ নভেম্বর ২০২৫

মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : জাহাঙ্গীর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৩, ১২ নভেম্বর ২০২৫

মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : জাহাঙ্গীর

‎বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, চিকিৎসার জন্য দেশের ২৬টি হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। আমরা মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস লিখে যেতে চাই।

মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ কিংবা দুই লক্ষ মা বোনের ইজ্জতহানি হিসেবটা কোথায়, তার তালিকা তৈরি করতে চাই।

মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর। অর্থের বিনিময়ে, আত্মীয়তা ও রাজনীতির কারণে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। প্রতি থানায় সাতজন স্বচ্ছ মুক্তিযোদ্ধা বের করা যাচ্ছে না। প্রতি তিন জনে দুজনই ভুয়া মুক্তিযোদ্ধা।

‎বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কালীরবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত “বীর মুক্তিযোদ্ধা সমাবেশ”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

‎মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তার নতুন সুবিধার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।

দেশের ২৬টি হাসপাতালে মুক্তিযোদ্ধারা চিকিৎসা পাবেন এবং প্রত্যেক মুক্তিযোদ্ধা ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সামগ্রী এবং তাঁর স্ত্রী ২ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সামগ্রী পাবেন বলে তিনি জানান।

‎মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

‎এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির সহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য, স্থানীয় সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। 
 

সম্পর্কিত বিষয়: