
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের পূর্ণমিলনী ও ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের হল রুমে সকলের উপস্থিতিতে এই আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত সকলের মতামত ব্যক্ত করা হয়। রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের পূর্ণমিলনী ও ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে সকলের সম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিতে সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের দাতা সদস্য আব্দুল মতিন প্রধানকে আহবায়ক ও রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুর ইসলামকে সদস্য সচিব এবং অত্র স্কুলের প্রাক্তন ছাত্র কবির হোসেনকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।
এসময় রুদ্র কানাই, রুবেল, ঝর্না ও হামিদুল ইসলাম জয়কে অনুষ্ঠানের প্রচার সম্পাদক ও উপস্থিত সকলকে আহবায়ক কমিটির সদস্য করা হয়।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আলহাজ্ব কবির হোসেন, মোঃ সালাউদ্দিন প্রমুখ।