নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ সেপ্টেম্বর ২০২৪

 জেলা পরিষদ নির্বাচন : কুতুবপুরে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৪৬, ৩ অক্টোবর ২০২২

 জেলা পরিষদ নির্বাচন : কুতুবপুরে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা 

১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে কুতুবপুর ইউনিয়ন জনপ্রতিনিধিদের সাথে জেলা পরিষদের সংরক্ষিত আসনে সদস্য পদপ্রার্থী সাদিয়া আফরিন ও সাধারণ সদস্য মো. জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (২ অক্টোবর) বিকালে কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় অবস্থিত মীর কুঞ্জ পার্টি সেন্টারে ইউনিয়নের সকল সদস্যের নিয়ে জেলা পরিষদের প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


এসময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে ও থানা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সহ-সভাপতি খন্দকার লুৎফর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মোস্তফা হোসেন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. মমিন মিয়া মাদবর, মো. সালাউদ্দিন ভূইয়া, মোবারক হোসেন, আল মামুন মিন্টু ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মানিক চাঁন সহ কুতুবপুর ইউনিয়নের সকল সদস্য ও জেলা পরিষদের সংরক্ষিত আসনে সদস্য পদপ্রার্থী সাদিয়া আফরিন, ২নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।