নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে বৈধ প্রার্থী ৪০, বাতিল ১৬ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৫, ৩ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে বৈধ প্রার্থী ৪০, বাতিল ১৬ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৫৬ জন প্রার্থীর জমা দেওয়া ৫৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪০টি বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে ১৬টি। 
শনিবার (৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রিটার্নিং অফিসের তথ্যমতে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়লেও এর মধ্যে ৪টি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায়। একই আসনে অপর প্রার্থী মনিরুজ্জামান চন্দনের মনোনয়নপত্র বাতিল করা হয় হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মোট ১০টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ, চারটি বাতিল হয়েছে। বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয়ের মনোনয়নপত্র বাতিল হয় ঋণখেলাপির কারণে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল ও মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায়। এ ছাড়া হলফনামা সঠিক না থাকা এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীর তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাবিবুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। 
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাও) আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে ১০টি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে সাবেক সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অসম্পূর্ণ হলফনামা দাখিলের কারণে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জমা দেওয়া ১৫টি মনোনয়নপত্রের মধ্যে দশটি বৈধ, পাঁচটি বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আরিফ ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হয় তথ্য গোপন করে অসম্পূর্ণ হলফনামা দাখিল করার কারণে। একই অভিযোগে ইকবাল হোসেন ও সেলিম আহমেদের মনোনয়নপত্রও বাতিল করা হয়। তিতাস গ্যাসের বিল পরিশোধ না করায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন খোকার মনোনয়নপত্র বাতিল হয়।
এ ছাড়া ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ১২টি মনোনয়নপত্রের মধ্যে আটটি বৈধ এবং চারটি বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয় সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকার কারণে। দলীয় মনোনয়নপত্র না থাকায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং একই কারণে আবু জাফর আহমেদ বাবুলের মনোনয়নপত্র বাতিল হয়। এ ছাড়া তথ্য গোপনের অভিযোগে নাহিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রত্যেক প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে। 
তিনি আরও জানান, জেলায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচজন ইলেক্টোরাল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নির্বাচন চলাকালীন  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

সম্পর্কিত বিষয়: