নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:২০, ২০ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ওসমান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

বুধবার ( ২০ মার্চ ) দুপুর সাড়ে বারোটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বিক্ষোভ মিছিল পরবর্তী বক্তব্যে আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের দুটি পক্ষ মারামারিতে লিপ্ত হয়। সেখানে বিএনপির আইনজীবীরা মারামারি সাথে সম্পৃক্ত ছিল না।

যুবলীগের সভাপতি ফজলে শামস পরশের স্ত্রী এড. জুথি আওয়ামী লীগ প্যানেলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। যুবলীগের সন্ত্রাসীদের সাথে আওয়ামী লীগের আইনজীবীদের মারামারির ঘটনায় বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ওসমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। আমরা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের ও ব্যারিস্টার ওসমান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যা প্রত্যাহার ও মুক্তির দাবি জানাই।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির  সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাড. রাকিবুল হাসান শিমুল, এড. সীমা সিদ্দিকী, এড. মাহমুদুল হক আলমগীর, এড. কাজী আঃ গাফফার, এড. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ, এড. ওয়াসিম কাজী, এড. কামাল হোসেন মোল্লা,  এডভোকেট সুমন মিয়া, কাইয়ুম মণ্ডল, অ্যাডভোকেট শাহজাদা দেওয়ান, এড.   ফাতেমা, এড. জুবের আলম জীবন, এড. কামরুজ্জামান, এড. আবু সায়েম রানা, এড. মামুন মাহমুদ মিয়া, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড সামসুল আরেফিন টুটুল, এড. রোকনউদ্দিন, এড. সিদ্দিকুর রহমান, এড. নজরুল ইসলাম মাসুম, এড. মাইনুদ্দিন রেজা, এড. মাসুদা বেগম শম্পা, এড. লিজা, এড. হাবিবুর রহমান, এড. রাসেল প্রধান, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, ফজলুর রহমান ফাহিম, এড. রাসেল প্রধান, এড. ইমরান, এড. নয়ন ঢালী,  এড. কেএম সুমন, এড. আনিসুর রহমান, এড. আদনান মোল্লা প্রমুখ।