নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

মহানগর আওয়ামীলীগ নেতা সাবেক পিপি নেতা ওয়াজেদ আলী খোকন আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

মহানগর আওয়ামীলীগ নেতা সাবেক পিপি নেতা ওয়াজেদ আলী খোকন আটক

নারায়ণগঞ্জ জেলা আদালত এলাকা থেকে সাবেক পিপি জেলা কৃষকলীগের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের আইন সম্পাদক ওয়াজেদ আলী খোকনকে আটক করে জেলা পুলিশ। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে আটক করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে জানিয়ে পুলিশের একটি দল তাকে আটক করে। তিনি সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা ও জামিন আছে কিনা যাচাই বাছাই করা হচ্ছে।
 

সম্পর্কিত বিষয়: