নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৮ মে ২০২৫

আইভীর জামিন আবেদন শুনানি ২ জুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২১, ২৭ মে ২০২৫

আইভীর জামিন আবেদন শুনানি ২ জুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ সেলিনা হায়াত আইভীর জামিনের আবেদন করেছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। আদালতের বিচারক আবু শামীম আজাদ আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে, গত ২৫ মে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ডা. আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন আদালত ৭ কার্যদিবস শেষে আগামী ১ জুন প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন আদালতকে জানান যে, রিমান্ডের প্রতিবেদন এখনো দাখিল হয়নি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেন।

আওয়ামী লীগ নেত্রী আইভীর পক্ষের আইনজীবী এড. আওলাদ হোসেন বলেন, আমরা জামিনের আবেদন করেছি। রিমান্ডের শুনানির প্রতিবেদনের জন্য আদালত আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেছেন।
 

সম্পর্কিত বিষয়: