নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৬ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির স্মরণ, শোক সভা ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:১০, ৪ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির স্মরণ, শোক সভা ও দোয়া মাহফিল

করোনাকালীন সময়ে নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রয়াত বিজ্ঞ সদস্যদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ডিজিটাল বার ভবনের নিচ তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এড.মনিরুজ্জামান বুলবুল, জিপি মেরিনা বেগম, সাবেক পিপি এড.ওয়াজেদ আলী খোকন, সাবেক আইনজীবী সমিতির সভাপতি এড.হাসান ফেরদোস জুয়েলসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা।


সভাপতির বক্ত্যবে এড. মোহসীন বলেন, আমাদের ছেড়ে যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন। এ পযর্ন্ত আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য যারা আমাদের চেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন।
যারা সুস্থ আছেন তাদেরকে যেনো আল্লাহ সব সময় সুস্থ রাখেন।সেলিম ভাই ও শামীম ভাইয়েরে জন্য আপনারা দোয়া করবেন। 


ওসমান পরিবারের যারা প্রয়াত হয়েছেন আপনারা তাদের জন্যও দোয়া করবেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কোর্ট মসজিদের ঈমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।