নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

সাহিত পত্র ‘বর্ণ’ ২য় সংখ্যার জন্য লেখা আহবান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১৯, ১৩ আগস্ট ২০২২

সাহিত পত্র ‘বর্ণ’ ২য় সংখ্যার জন্য লেখা আহবান

সাহিত্য শিল্প, সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘বর্ণ’ সাহিত্য পত্র’র ২য় সংখ্যা অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে। 


বর্ণ সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হান সাহিত্যের পথরেখায় সবার সমৃদ্ধি কামনা করে বলেন, প্রবীণ লেখক কবি-সাহিত্যিক ও নবীন, তরুণ, মেধাবী লেখকদের সাহিত্য চর্চার সৃষ্টিশীল ধারা অব্যাহত রাখতে সাহিত্য পত্র বর্ণ’র আত্মপ্রকাশ। নবীন-প্রবীণলেখকদের সাহিত্যের সৃজণধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ‘বণ’ সাহিত্য পত্রটি কাজ করবে।


আবু রায়হান আরো বলেন, এই ইন্টারনেটের যুগেও কবি-লেখকেরা থেমে নেই, তারা নীরব নন, তারা সজাগ ও প্রাণবন্ত এবং প্রতিনিয়ত নিখাদ শব্দচাষের মাধ্যমে লিখে চলেছেন একের পর এক নতুন-নতুন কবিতা, গল্প, পধবন্ধ, মহাকাব্য যা ইতিহাস এ সাক্ষী হয়ে থাকবে আজীবন-অনন্তকাল-চিরকাল।


উল্লেখ্য, ‘বর্ণ’ সাহিত্য পত্রের ২য় সংখ্যা চার কালারের প্রচ্ছদে প্রকাশিত হবে। পত্রিকার নির্বাহী সম্পাদক সোনিয়া আফরোজ এবং সমন্ময়কারী মিজানুর রহমান। আর্ট পেপারে প্রকাশিত ২য় সংখ্যাটিতে প্রবীণ, নবীণ লেখকদের প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা,ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, এই সময়, রম্যরচনা প্রকাশিত হবে।


আগামী ৩০ আগষ্টের মধ্যে আপনার নির্বাচিত লেখাটি পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
 

[email protected]

সম্পর্কিত বিষয়: