নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

বন্ধু তু‌মি

গাজী খায়রুজ্জামান:

প্রকাশিত:২১:১৮, ২৪ এপ্রিল ২০২৪

বন্ধু তু‌মি

বন্ধু তু‌মি

গাজী খায়রুজ্জামান

 

বন্ধু তু‌মি-

প্রবাহমান নদী;

সকল যন্ত্রণা ভা‌সি‌য়ে দাও স্রো‌তে।

 

বন্ধু তু‌মি-

মুক্ত বিহঙ্গ-জীবন এ‌নে দাও মহাকাশে;

ডানা ঝাপ‌টে উড়ার স্বপ্ন যোগাও দৃঢ়ভা‌বে।

 

বন্ধু তু‌মি-

দক্ষ মা‌ঝি;

স্রো‌তের প্রতিকূ‌লে বৈঠা ধ‌রো, যথা সময়ে ঘা‌টে পৌঁছাতে।

 

বন্ধু তু‌মি-

যু‌দ্ধের ঢাল, ভাঙ্গো পরাধীনতার ছিকল;

নতুন সূ‌র্যোদয় দেখাও, শ‌ক্তি যোগাও ‌দেহ-প্রা‌ণে।

 

বন্ধু‌ তু‌মি-

চো‌খের য‌্যু‌তি;

তাই নয়ন ভ‌রে পৃ‌থিবী দে‌খি,

দে‌খি পৃ‌থিবীর কত রঙ!!

সম্পর্কিত বিষয়: