মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে সোনারগাঁও প্রেস ক্লাব।।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও প্রেস ক্লাব।পরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সাবেক সভাপতি অসিত কুমার দাস, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ , সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য মাজহারুল ইসলাম ৷ এসময় সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,সোনারগাঁও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মনির হোসেন,মাহবুব হোসেন সদস্য মাসুম মাহমুদ,কাজী সেলিম রেজা, গিয়াস কামাল, সুমন মিয়া, হুমায়ন কবির,হীরালাল বাদশা, কামরুল ইসলাম পাপ্পু, মো: সালাউদ্দিন, সজিব হোসেন ,ইয়াকুব হোসেন, আসিফ রেজা,উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মাতৃভাষা বাংলার জন্য শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।