নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

চলে গেলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের তানভীর রনি, শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৯, ১২ আগস্ট ২০২১

চলে গেলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের তানভীর রনি, শোক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর রনি মারা গেছেন। (ইন্না-লিল্লাহ...রাজিউন)। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। রনির ছোট ভাই ইসমাইল জানান, গতকাল বুধবার রাত থেকেই তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল।

রাতে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি।  বৃহস্পতিবার (১২ আগষ্ট) বাসায় দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

 

বাদ এশা দেওভোগ বড় জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।' তার শোক প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় ফটো জার্নালিস্ট এসোসিয়শেনর সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কাজল হাজরা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান শ্যামল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ সহ সকল সদস্যবৃন্দ।