নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে শিশু ফাইজা আর নেই  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫০, ১৩ জানুয়ারি ২০২৫

বন্দরে শিশু ফাইজা আর নেই  

পিতা-মাতার ঘরে এক জান্নাত দিয়েও ২১ দিনের মধ্যে বন্দরে নুর আফরিন ফাইজা নামে এক শিশু না ফেরার দেশে চলে গেছে।

ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নারায়নগঞ্জ প্রো-অ্যাকটিভ হাসপাতালে ৪ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত রোববার (১২ জানুয়ারী) দুপুরে আল্লাহর ডাকে না ফেরার দেশে চলে যায় সে।

মৃত্যুবরণকারি শিশু নুর আফরিন ফাইজা বন্দরের নাসিক ২৩ নং ওর্য়াডস্থ নূরবাগ এলাকার ইফতেখার উদ্দিন আহম্মেদের  কন্যা।  

বাদ  আছর জানাজা নামাজ শেষে নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

 ব্যবসায়ী ও সমাজ সেবক ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, আহলে বাইতের ও হুজুর গাউছ নূরানীর উছিলায় মনীব যেমন আমার মেয়েকে জান্নাতের সর্ব্বোচ স্থানে রাখেন।