নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

আড়াইহাজারে ২১ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে ২১ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ২১ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আড়াইহাজার পৌর সদরের পান্না বারইপাড়া এলাকার জনৈক সুলতান মাস্টারের বাড়ির পূর্ব পাশে থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিনই দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে সব কিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙে সকল অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার নবনিযুক্ত (ওসি) এনায়েত হোসেন বলেন, বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
 

সম্পর্কিত বিষয়: