নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা মফিজসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫০, ২৩ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা মফিজসহ গ্রেপ্তার ৪

রূপগঞ্জের তারাব পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মফিজসহ চার জনকে গ্রেপ্তার  করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার  করা হয়। 

গ্রেপ্তার কৃতরা হলো তারাবো পৌরসভা ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ(৫৬),দাউদপুর ইউনিয়ন যুবলীগের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল মিয়া ও সুজন মিয়া (৩৭) ও হোসেন আলী (৩০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বিনষ্ট,নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা রুবেল মিয়া ও তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজকে আটক করা হয়।

অন্যদিকে পৃথক ঘটনায় মুড়াপাড়ার মঙ্গলখালী এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে সুজন মিয়া ও হোসেন আলী নামের আরো দুজন সহ মোট চারজনকে গ্রেপ্তার  করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে মফিজ ও রুবেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: