
আদালতে চলমান মামলা উপেক্ষা করে বন্দরে বিরোধপূর্ণ জায়গায় থেকে গাছ কাটার সময় বাধা দেওয়ার জের ওয়াসা অপারেটর আব্দুল সালাম (৪৮)কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারেই চাচাত বোন শিউলি বেগম গং এর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ওয়াসা অপারেটর আব্দুল সালাম মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে হুমকিদাতা শিউলি বেগম, তার ছোট বোন রাবু ও ছোট ভাই শিবলুকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত সোমবার (৫ মে) সকাল ১১টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে আব্দুল সালাম মিয়ার পৈত্রিক সম্পত্তি নিয়ে একই এলাকার মৃত আহাম্মদ সরকারের মেয়ে তারেই চাচাত বোন শিউলি বেগম ও তার ছোট বোন রাবু বেগম ছোট ভাই শিবলু সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
এ ব্যাপারে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে ৩২৮/২০২২ নং একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালতে চলমান মামলা উপেক্ষা করে উল্লেখিত বিবাদীগন গত সোমবার সকাল ১১টায় বিরোধপূর্ন জায়গা থেকে একটি কড়ই গাছ কাটার প্রস্তুতি নিলে ওই সময় ওয়াসা অপারেটর আব্দুল সালাম বাধা প্রদান করে।
এতে বিবাদী শিউলি, রাবু ও শিবলু ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি ও মারমুখী আচরনসহ পায়ের রগ কেটে হত্যার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।