নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫

নামাজ পড়তে গিয়ে নিখোঁজ জোবায়েরের সন্ধান মিলেনি দুই মাসেও

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৮, ৩ আগস্ট ২০২৫

নামাজ পড়তে গিয়ে নিখোঁজ জোবায়েরের সন্ধান মিলেনি দুই মাসেও

মসজিদে জোহরের নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ জোবায়েরের খোঁজ মেলেনি দুই মাসেও। পুত্রশোকে পাগল প্রায় জোবায়েরের মা। থানায় জিডি করেও সন্ধান মেলেনি সন্তানের। তাই সমাজের সকলের সহযোগিতা চেয়েছেন নিখোঁজ সন্তানকে ফিরে পেতে।

নারায়ণগঞ্জ সদর থানাধীন ভূইয়াপাড়া আলসাবাহ এলাকার মোঃ মোক্তার হোসেন এর বড় ছেলে মোঃ জুবায়ের (২৫) গত ১২ মে তারিখে বাসা থেকে জোহর নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।

জোবায়ের মানসিক ভাবে অসুস্থ থাকার কারণে প্রায় ৪ মাস যাবৎ চিকিৎসাধীন ছিলো। সে মাঝে মাঝেই ১-২ দিন বাড়ির বাইরে থাকতো, খোঁজাখুঁজি করে তাকে বাসায় ফিরিয়ে আনা হতো। কিন্তু এবার যুবায়ের নিখোঁজ হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জোবায়েরের পিতা মোক্তার হোসেন একটি সাধারণ ডায়েরি করেন।

কোন সহৃদয়বান ব্যক্তি জোবায়েরের সন্ধান পেলে ০১৯১৩৪৫৬৫২৩ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়: