
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশাল বিজয় র্যালি বের করা হয়েছে।
এসময়ে বন্দর উপজেলা বিএনপির বিজয় র্যালিতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে অংশগ্রহণ করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
মঙ্গলবার ( ৫ আগস্ট) বিকেল তিনটায় তিনগাঁও স্ট্যান্ড থেকে শুরু করে বন্দর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালিটি কুশিয়ারা দিয়ে নবীগঞ্জ রেললাইন হয়ে নবীগঞ্জ বাগে- এ- জান্নাত কবরস্থানে সামনে এসে শেষ হয়।
এরপর জুলাই আন্দোলনে ৫ই আগস্ট শহরের চাষাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল কর্মী শহীদ আবুল হোসেন স্বজনের কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময়ে যুবদল কর্মী শহীদ আবুল হোসেন স্বজনসহ জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, আহবায়ক কমিটির সদস্য মাসুদ রানা, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, ফারুক হোসেন, হুমায়ূন কবির, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার, সাধারণ সম্পাদক মো.মোহসিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আপন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিব, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ পাঁচটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।