
বন্দরে বিভিন্ন মামলার ২ ওয়ারেন্টভূক্ত আসামিসহ বিভিন্ন অরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর চিতাশাল এলাকার মৃত মজিবুর চৌধুরী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কানন চৌধূরী (৩৮) ও একই থানার সানাউল্লাহ মিয়া ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিগেন (৩০)।
এ ছাড়াও অপর আটককৃতরা হলো বন্দর থানার দেওলী চৌরাপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মাছুম (৩০) লক্ষনখোলা এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে পাভেল (২৮) নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার চাঁন মিয়ার ছেলে ফয়সাল (২৫) সোনারগাঁও থানার লাহাপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে রোহান (২২) একই থানার বাড়ি মজলিস এলাকার আফজাল হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত (২৬) বন্দর শাহীমসজিদ এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে দিদার ইসলাম (২৯) ও একই এলাকার নিজাম মিয়ার ছেলে পারভেজ (৩০)।
ধৃত ৯ জনের মধ্যে ২ জনকে পৃথক ওয়ারেন্টে ও অপর আটককৃত ৭ জনের মধ্যে ৬ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় ও অপরধৃত ফয়সালকে ৫৪ ধারায় মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (১৩ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, বন্দরে বিভিন্ন স্থানে গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরাসহ জনবিরক্তি করার অপরাধে এদেরকে আটক করা হয়।