নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে অলিপুরা-কেওডালা সড়ক সংস্কার করলেন শাহ জালাল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৯, ১৪ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে অলিপুরা-কেওডালা সড়ক সংস্কার করলেন শাহ জালাল

সোনারগাঁ উপজেলার অলিপুরা থেকে কেওডালা সড়কে কাজহরদী মাদ্রাসা থেকে বিষ্ণুপুরা ব্রিজ পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকা সড়কটি অবশেষে সংস্কার করেছেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহ জালাল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজ উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় এই সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়।

দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি দিয়ে চলাচল ছিল অত্যন্ত দুরূহ। বিশেষ করে বর্ষাকালে এই সড়কে পানি জমে চলাচলে ভোগান্তিতে পড়তেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় স্থানীয় জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেন শাহ জালাল।

মোহাম্মদ শাহ জালাল বলেন,“এই সড়কটি সোনারগাঁওয়ের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন অসংখ্য মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছিল।

তাই আমি ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ হাতে নেই। স্থানীয় তরুণ ও এলাকাবাসীর সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যেই কাজটি শেষ করতে পেরেছি।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানে শুধু বক্তব্য দেওয়া বা পদে থাকা নয়, মানুষের পাশে থাকা এবং তাদের বাস্তব সমস্যার সমাধানে এগিয়ে আসা। আমি চাই রাজনীতি হোক সেবামূলক। মানুষ আমাকে ভালোবাসে—এই ভালোবাসার প্রতিদানই আমি কাজে দেখাতে চাই।”

এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তারা যৌথভাবে কাজের সার্বিক তদারকিতে অংশ নেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে একসঙ্গে থাকার অঙ্গীকার করেন।

রাস্তাটি সংস্কারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই রাস্তায় এখন সহজে চলাচল করা যাচ্ছে, যা আগে ছিল খুবই কষ্টকর। তারা এই উদ্যোগের জন্য শাহ জালালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 

সম্পর্কিত বিষয়: