নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৯ নভেম্বর ২০২৫

বন্দর দাসেরগাঁওয়ে বসত বাড়িতে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০১, ৮ নভেম্বর ২০২৫

বন্দর দাসেরগাঁওয়ে বসত বাড়িতে অগ্নিকাণ্ড

বন্দরে একটি বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে   ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৭টার দিকে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার (৮ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁও  এলাকার হালিম মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে । এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

সম্পর্কিত বিষয়: