নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে পরিচালিত অভিযানে ৯শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই দোকানিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার রাতে র্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
র্যাব-১১ এর সিপিসি-১ এর ইনচার্জ আল মাসুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দোকানে ১০ হাজার ও অন্য দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার রোধে অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতে এ ধরনের পলিথিন বিক্রি বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও তিনি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজের সবাইকে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভূমিকা রাখতে হবে।


































