বন্দরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ চাই এ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় বন্দর উপজেলার মীরকুন্ডী ব্রীজে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বন্দরে বিভিন্ন এলাকায় প্রদক্ষীন করে মীরকুন্ডী ব্রীজের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, একটি পরিবারকে ধ্বংশ করার জন্য একজন মাদক সেবী যথেষ্ট। মীরকুন্ডী এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক ব্যবহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
মাদকের কারনে আজ আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক বিক্রি কারনে মীরকুন্ডীসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। মাদক বিক্রি বন্ধ করার জন্য আমরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
সে সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল ও জিয়াবল এবং সন্ত্রাসী সেলিমকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহন করার জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানার ওসি জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
মীরকুন্ডী দারুস ছালাম কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও সমাজ সেবক হাজী মুজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মীরকুন্ডী দারুস সুন্নাত সালেহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ বায়েজিদ হোসাইন সালেহী, মীরকুন্ডী এলাকার সমাজ সেবক শহীদ, মোঃ লতিফ ও সুমন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আনোয়ার হোসেন, বালুর চর এলাকার সমাজ সেবক আসাদুল্লাহ, আব্দুল লতিফ, আমিনুল ইসলাম, মোঃ বাবুল, মানিক,ওমর ফারুক,নবী হোসেনসহ মীরকুন্ডী দারুস সুন্নাত সালেহিয়া মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।


































