নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

বন্দরে ২০ ২১ ও ২২ নং ওয়ার্ডে তীব্র পানি সংকট, জনদুর্ভোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৭:০২, ৪ জুন ২০২১

বন্দরে ২০ ২১ ও ২২ নং ওয়ার্ডে তীব্র পানি সংকট, জনদুর্ভোগ


বন্দরে ওয়াসার পানির তীব্র সংকট বিরাজ করছে।   পানির অভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০,২১ ও ২২ নং ওয়ার্ডের মাহামুদনগর, বেপারীপাড়া, দড়ি-সোনাকান্দা, সোনাকান্দা, হাজীপুর, সোনাকান্দা চৌধুরীপাড়া, এনায়েতনগর, সালেনগর, রুপালী, শাহীমসজিদ, হাফেজীবাগ, রাজবাড়ী, লোহার পুকুরপাড়, বাবুপাড়া, আমিন, র‌্যালী, লেজারাসৃ, কুমারপাড়াসহ  প্রায় ৩০ হাজার  লোকের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। ওয়াসা পানি না পাওয়া ফলে উল্লেখিত এলাকায় পানির জন্য হাহাকার বিরাজ করছে। পানি সংগ্রহের জন্য এলাকাবাসীকে নানা জায়গায় ছুটোছুটি করতে দেখা গেছে। 


 পানির জন্য অপেক্ষায় থাকা গৃহকতা ও বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ   জানান, পানির র্তীব্র সংকট চলছে ২১ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের বাসিন্দারা পানির জন্য এদিক সেদিক ছুটাছুটি করছে। পানি  কোন দিন সকালে আসে,কোন দিন বিকেলে আসে। কোন দিন আসেনা।  


বৃহস্পতিবার (৩ জুন) সরেজমিন ঘুরে দেখা গেছে, গ্রাহকের বাড়ির কলে মোটেও পানি আসছেনা।  পানির এত সংকট যে ,ওজুর পানি পর্যন্ত পাওয়া যাচ্ছেনা। বিভিন্ন জায়গায় থেকে বহু কষ্টে শুধু খাবার পানি সংগ্রহ করছেন মানুষ। ওয়াসার গাড়ী এলেই শত শত লোক কলস নিয়ে হুমড়ি খেয়ে পড়েন। 


এ ব্যাপারে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান গনমাধ্যমকে জানান, গত কয়েক দিন আমার ওয়ার্ডে পানি সমস্য দেখা দিয়েছিল। পরে আমি সাথে সাথে ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা পানি সরবরাহ করছি। 


এদিকে এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী এলাকাবাসী।
 

সম্পর্কিত বিষয়: